Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

১। কৃষি সংক্রান্তঃ

৬টি প্রধান ফসল (আউশ, আমন, বোরো, গম, পাট ও আলু) এবং প্রায় ১৪০টি অপ্রধান ফসলের আয়তন ও উৎপাদন হিসাব প্রাক্বলন;

৬টি প্রধান ফসলের পূর্বাভাস জরিপ;

অস্থায়ী ফসলের ক্ষয়ক্ষতির হিসাব প্রাক্বলন;

মাসিক কৃষি মজুরী হার নিরূপন;

ভূমি ব্যবহার ও সেচ পরিসংখ্যান;


। মূল্য ও মজুরির তথ্য সংগ্রহ-

ভোক্তা মূল্য সূচক (সিপিআই) মুদ্রাস্ফীতি হার এবং মজুরি হার সূচক (ডব্লিউআরআই) নির্ণয় করা বিবিএস এর একটি নিয়মিত কাজ। ভোক্তা মূল্য সূচক (সিপিআই) গণনা করার জন্য দুটি স্বাধীন সেট (পণ্য ও পরিষেবা) ব্যবহার করা হয়। গ্রামীণ এবং শহরের বাজারে ০৪ (চার) টি দরছকের মাধ্যমে এ তথ্য সংগ্রহ করা হয়। গ্রামীণ বাজারে ৩১৮ টি আইটেম আর শহরের বাজারে ৪২২ টি আইটেম ব্যবহার করে শহর এবং গ্রামীণ সূচকগুলিকে একত্রিত করে জাতীয় ভোক্তা মূল্য সূচক (সিপিআই) গণনা করা হয়। আইএলও গ্রুপিং অনুযায়ী জাতীয় এবং উপ-জাতীয় সিপিআই আইটেমগুলিকে ৮ টি প্রধান বিভাগে শ্রেণিবদ্ধ করা হয়েছে। যেমন-

      খাদ্য, পানীয় এবং তামাক

      পোশাক এবং পাদুকা

ভাড়া, জ্বালানী এবং আলো

      আসবাবপত্র, গৃহস্থালী সরঞ্জাম এবং কার্যকলাপ

      চিকিৎসা সেবা এবং স্বাস্থ্য ব্যয়

      পরিবহন এবং যোগাযোগ

বিনোদন, শিক্ষা ও সাংস্কৃতিক সেবা এবং

বিবিধ পণ্য এবং পরিষেবা।


। ইমপ্রুভমেন্ট অব জিডিপি কম্পাইলেশন এন্ড রিবেইজিং অব ইন্ডিসিস-

‘ইমপ্রুভমেন্ট অব জিডিপি কম্পাইলেশন এন্ড রিবেজিং অব ইন্ডিসেস’ প্রকল্প এর আওতায় ভোক্তা মূল্য সূচক (CPI), মজুরি হার সূচক (WRI), গৃহনির্মাণ সামগ্রি সূচক (BMPI) এবং শিল্প উৎপাদন সূচক ও উৎপাদকের মূল্য সূচক (QIIP & PPI) এর ভিত্তি বছর ২০০৫-০৬=১০০ হতে ২০১৫-১৬=১০০ এ পরিবর্তনের লক্ষ্যে মৌলভীবাজার জেলার শহর ও গ্রামীণ খুচরা বাজারে ফুড ও নন ফুড দ্রব্যসামগ্রী এবং সেবা, নির্মাণ সামগ্রি, মজুরি হার ও বাড়ি ভাড়ার ২০২২-২৩ অর্থ বছরের মূল্য সংগ্রহের কাজ সম্পন্ন হয়েছে।


  •  CPI (Consumer Price Index রিবেইজিং
  •  WRI (Wage Rate Index রিবেইজিং
  •  BMPI (Building Material Price Index রিবেইজিং
  • QIIP & PPI (Quantum Index of Industrial Production & Producer Price Index) রিবেইজিং


। জনশুমারি ও গৃহগণনা ২০২২

জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্প এর অধীন ট্যাবলেট ব্যবহারপূর্বক Computer Assisted Personal Interviewing (CAPI) পদ্ধতিতে দেশের প্রথম ডিজিটাল শুমারি ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’ গত ১৫-২১ জুন, ২০২২ খ্রি. সারা দেশের ন্যায় মৌলভীবাজার জেলায় সফলভাবে সম্পন্ন হয়েছে। জনশুমারি ও গৃহগণনা ২০২২  এর প্রিলিমিনারি রিপোর্ট গত ২৭ জুলাই, ২০২২ খ্রি. প্রকাশিত হয়েছে।


 SVRS in Digital Platform

স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম (এসভিআরএস) ইন ডিজিটাল প্লাটফর্ম প্রকল্পের আওতায় মৌলভীবাজার জেলায় ৩২টি পিএসইউ এর স্থানীয় রেজিষ্টার ও সুপারভাইজারগণের মাধ্যমে Computer Assisted Personal Interviewing (CAPI) পদ্ধতিতে জন্ম, মৃত্যু, বিবাহ, তালাক/পৃথক বসবাস, বহির্গমন, আগমন, প্রতিবন্ধী, এইচআইভি ও জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। এই প্রকল্পের মাধ্যমে Inter census Period-এ দেশের জনসংখ্যা নিরূপণ, জনসংখ্যা হ্রাস-বৃদ্ধির হার নির্ধারণ ও বিভিন্ন জনতাত্ত্বিক সূচক নির্ধারণ করা হয়।


 HIES ২০২১-২২

Computer Assisted Personal Interviewing (CAPI) পদ্ধতিতে খানার আয় ব্যয় সংক্রান্ত জরিপ (HIES) ২০২১-২২ এর কার্যক্রম গত ৩০ ডিসেম্বর, ২০২২ খ্রি. সমাপ্ত হয়েছে। ২০ দিনে ০১ টি টার্ম হিসেবে মোট ১৮ টি টার্মে এই জরিপ কার্যক্রম সম্পন্ন হয়। এ জরিপের মাধ্যমে বিভিন্ন পণ্য ও সেবার Weight নির্ধারণ এবং দারিদ্র্যের হার নিরূপন করা হয়।


 ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ

বিবিএস ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে পরিচালিত ত্রৈমাসিক শ্রম শক্তি জরিপ কাজের মৌলভীবাজার জেলায় Computer Assisted Personal Interviewing (CAPI) পদ্ধতিতে তথ্য সংগ্রহ কাজ চলমান রয়েছে। মোট ১২ টি পর্বে এই জরিপ কার্যক্রম সম্পন্ন হবে। এই জরিপের উদ্দেশ্য হল ভৌগোলিক অবস্থানভেদে শিল্প, পেশা এবং লিঙ্গ ভিত্তিক প্রাতিষ্ঠানিক ও অ-প্রাতিষ্ঠানিক কর্মসংস্থান, বেকারত্ব,  শ্রম স্থানান্তর, মজুরী এবং কর্মঘন্টা সংক্রান্ত পরিসংখ্যান তৈরী করা।


  ICT সার্ভে

‘ব্যক্তি ও খানা পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) ব্যবহারের সুযোগ ও প্রয়োগ পরিমাপ’ শীর্ষক প্রকল্প এর আওতায় ‘ব্যক্তি ও খানা পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) ব্যবহারের সুযোগ ও প্রয়োগ পরিমাপ’ শীর্ষক জরিপের ১ম পর্যায়ের মৌলভীবাজার এর তথ্য সংগ্রহ কাজ গত ২৯ মে- ২৮ আগস্ট, ২০২২ খ্রি. সম্পন্ন হয়।


। কারুশিল্পজাত পণ্য জরিপ ২০২২

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও জয়িতা ফাউন্ডেশন এর উদ্যোগে ইন্ডাস্ট্রি এন্ড লেবার উইং কর্তৃক বাস্তবায়নাধীন ‘কারুশিল্পজাত পণ্য জরিপ-২০২২’ এর মৌলভীবাজার জেলার মূল জরিপ কাজের তথ্য সংগ্রহ কার্যক্রম ১৮ ডিসেম্বর, ২০২২ খ্রি. - ০৬ জানুয়ারি, ২০২৩ খ্রি. সম্পন্ন হয়।

 

১০। প্রায়োগিক সাক্ষরতা নিরূপণ জরিপ ২০২৩-

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র সেন্সাস উইং এর আওতাধীন টেকসই উন্নয়ন অভীষ্ট পরিবীক্ষণে ‘প্রায়োগিক সাক্ষরতা নিরূপণ জরিপ (LAS) প্রকল্প শীর্ষক প্রকল্পের ‘প্রায়োগিক সাক্ষরতা নিরূপণ জরিপ ২০২৩’ কার্যক্রম এ মৌলভীবাজার জেলার ৬৪ টি পিএসইউতে Computer Assisted Personal Interviewing (CAPI) পদ্ধতিতে তথ্য সংগ্রহ কাজ ০১-২০ মার্চ ২০২৩ খ্রি. সম্পন্ন হয়।


 

১১। জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর ডাটা ক্লিনিং-

‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’ এর বিভিন্ন অস্পষ্টতা দূরীকরণের লক্ষ্যে প্রকল্প দপ্তরের নির্দেশনা মোতাবেক মাঠ পর্যায়ে তথ্য যাচাই করা হয়।


১২। আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩-

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্প এর আওতায় বাস্তবায়নাধীন ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’ এর ‘আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩’ এর মৌলভীবাজার জেলার ১৭২ টি পিএসইউ এর তথ্য সংগ্রহ কার্যক্রম Computer Assisted Personal Interviewing (CAPI) পদ্ধতিতে ২১ মে-১৫ জুন, ২০২৩ খ্রি. সম্পন্ন হয়।

 

১৩। খাদ্য নিরাপত্তা জরিপ-

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর ‘খাদ্য নিরাপত্তা পরিসংখ্যান প্রকল্প-২০২২’ কর্তৃক বাস্তবায়নাধীন ‘Food Security Assessment & Food Insecurity Experience Scale (FIES)’ বিষয়ক জরিপ এর মৌলভীবাজার জেলার ২৫ টি PSU এর লিস্টিং কার্যক্রম ১১-১৬ মে, ২০২৩ খ্রি. এবং মূল তথ্য সংগ্রহ কার্যক্রম ১৫-২৫ জুন, ২০২৩ খ্রি. সম্পন্ন হয়।


১৪। জাতীয় শিশু শ্রম জরিপ ২০২২-

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও আইএলও এর যৌথ উদ্যোগে পরিচালিত ইন্ডাস্ট্রি এন্ড লেবার উইং কর্তৃক বাস্তবায়নাধীন ‘জাতীয় শিশু শ্রম জরিপ ২০২২’ এর ২য় কম্পোনেন্ট ‘Establishment Base Sector-wise Survey 2023’ এর লিস্টিং কার্যক্রম ১৪-২৩ মার্চ, ২০২৩ খ্রি. এবং মূল তথ্য সংগ্রহ কার্যক্রম ০২-১৬ জুন, ২০২৩ খ্রি. সম্পন্ন হয়।

 

১৫। আভ্যন্তরীণ প্রশিক্ষণঃ

জেলা পরিসংখ্যান কার্যালয়, মৌলভীবাজার ও এর অধীন উপজেলা পরিসংখ্যান কার্যালয়সমূহে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণকে কৃষি পরিসংখ্যান, মূল্য ও মজুরির তথ্য সংগ্রহ, আর্থিক, প্রশাসনিক, নৈতিকতা, শুদ্ধাচার, সুশাসন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।


১৬। সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (Stakeholdersঅংশগ্রহণে  সভাঃ

সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (Stakeholders) অংশগ্রহণে ০২ টি সভা করা হয়েছে।


১৭। আবেদনের প্রেক্ষিতে তথ্য সরবরাহঃ

তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী নির্ধারিত ফরমে আবেদনের প্রেক্ষিতে ২০২২-২৩ অর্থবছরে ০২ টি আবেদন নিষ্পত্তি করা হয়।


১৮। কর্ম-পরিবেশ উন্নয়নঃ

জেলা পরিসংখ্যান কার্যালয়, মৌলভীবাজার ও এর অধীন উপজেলা পরিসংখ্যান কার্যালয়সমূহের কর্ম পরিবেশ উন্নয়নে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


১৯। ওয়েব পোর্টাল হালনাগাদকরণঃ

জেলা পরিসংখ্যান কার্যালয়, মৌলভীবাজার ও এর অধীন উপজেলা পরিসংখ্যান কার্যালয়সমূহের ওয়েব পোর্টাল নিয়মিত হালনাগাদ করা হয়েছে।